আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৭৮
৩১১৪. আংটির নকশা কি তিন লাইনে করা যায়?
৫৪৫৯। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আনসারী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, আবু বকর (রাযিঃ) যখন খলীফা নির্বাচিত হন, তখন তিনি তার (আনাস রাযিঃ) কাছে (যাকাতের পরিমাণ সম্পর্কে) একটি পত্র লেখেন। আংটিটির নকশা তিন লাইনে ছিল। এক লাইনে ছিল مُحَمَّدٌ, এক লাইনে ছিল رَسُول আর এক লাইনে ছিল اللَّه.
আবু আব্দুল্লাহ (ইমাম বুখারী) বলেনঃ আহমদের সূত্রে আনাস (রাযিঃ) থেকে এ কথা অতিরিক্ত বর্ণিত আছে, তিনি বলেনঃ নবী (ﷺ) এর আংটি (তার জীবদ্দশায়) তার হাতেই ছিল। তার (ইন্‌তিকালের) পরে তা আবু বকর (রাযিঃ) এর হাতে থাকে। আবু বকর (রাযিঃ) এর (ইন্‌তিকালের) পরে তা উমর (রাযিঃ) এর হাতে থাকে। যখন উসমান (রাযিঃ) এর খিলাফতকাল এল, তখন (একদিন) তিনি ঐ আংটি হাতে নিয়ে আরীস নামক কূপের উপর বসেন। আংটিটি বের করে নাড়াচাড়া করছিলেন। হঠাৎ তা (কূপের মধ্যে) পড়ে যায়। আনাস (রাযিঃ) বলেন, আমরা তিনদিন যাবত উসমানের (রাযিঃ) সাথে অনুসন্ধান চালালাম, কূপের পানি ফেলে দেয়া হল, কিন্তু আংটি আর আমরা পেলাম না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫৪৫৯ | মুসলিম বাংলা