ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১২৭০
রোযার অধ্যায়
রামাদানের সিয়াম পালনে উৎসাহ প্রদান
(১২৭০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রামাদান মাসের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه