ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১২৬৮
রামাদানের সিয়াম ফরয
(১২৬৮) তাবিয়ি আবু কিলাবাহ ( ১০৪ হি.) বলেন, আবু হুরাইরা রা. বলেছেন, রামাদান মাস উপস্থিত হলে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, রামাদান তোমাদের নিকট উপস্থিত হয়েছে। একটি বরকতময় মাস। আল্লাহ তোমাদের উপর এই মাসের সিয়াম পালন ফরয করেছেন। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। এবং এই মাসে শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। এই মাসের মধ্যে একটি রাত আছে যা এক হাজার রাতের চেয়েও উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল সে প্রকৃতই বঞ্চিত হল।
عن أبي قلابة عن أبي هريرة رضي الله عنه قال: لما حضر رمضان قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة ويغلق فيه أبواب الجحيم وتغل فيه الشياطين فيه ليلة خير من ألف شهر من حرم خيرها قد حرم
