ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৬৬
কার কাছে চাওয়া যাবে
(১২৬৬) ফিরাসি রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি যাচ্ঞা করব? তিনি বলেন, না। যদি তুমি একান্তই চাও তাহলে সৎ বা নেককার মানুষদের কাছে চাইবে।
عن الفراسي رضي الله عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم أسأل يا رسول الله؟ قال: لا وإن كنت سائلا لا بد فاسأل الصالحين
