ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২৬৬
যাকাতের অধ্যায়
কার কাছে চাওয়া যাবে
(১২৬৬) ফিরাসি রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি যাচ্ঞা করব? তিনি বলেন, না। যদি তুমি একান্তই চাও তাহলে সৎ বা নেককার মানুষদের কাছে চাইবে।
كتاب الزكاة
عن الفراسي رضي الله عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم أسأل يا رسول الله؟ قال: لا وإن كنت سائلا لا بد فاسأل الصالحين
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ, নাসায়ি)। [সুনান আবু দাউদ, হাদীস-১৬৪৬; সুনান নাসায়ি, হাদীস-২৫৮৭]
[ইবনুল আসীর, আলবানি, শুআইব আরনাউত, ইসলাম মানসুর প্রমুখ মুহাদ্দিস বলেন, হাদীসটির সনদ দুর্বল সনদের দু'জন রাবী অজ্ঞাতপরিচয়: মুসলিম ইবন মাখশি এবং তার উস্তাদ ইবনুল ফিরাসি। - সম্পাদক]
[ইবনুল আসীর, আলবানি, শুআইব আরনাউত, ইসলাম মানসুর প্রমুখ মুহাদ্দিস বলেন, হাদীসটির সনদ দুর্বল সনদের দু'জন রাবী অজ্ঞাতপরিচয়: মুসলিম ইবন মাখশি এবং তার উস্তাদ ইবনুল ফিরাসি। - সম্পাদক]