ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৫৭
দান করা এবং গোপনে দান করার মর্যাদা
(১২৫৭) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, দান গোনাহ নির্বাপিত করে দেয়, যেমন পানি আগুন নির্বাপিত করে।
عن جابر رضي الله عنه مرفوعا: الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৫৭ | মুসলিম বাংলা