ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২৩৮
সচ্ছলের উপর সাদাকাতুল ফিতর (ফিতরা) ওয়াজিব এবং তা প্রদানের সময়
(১২৩৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ধনাঢ্যতা বা সচ্ছলতার উপরে ছাড়া সাদকা নেই।
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا صدقة إلا عن ظهر غنى

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, সচ্ছলতা ছাড়া কোনো সাদাকা ওয়াজিব বা জরুরি হবে না। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২৩৮ | মুসলিম বাংলা