ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২১৪
ব্যবসায়ের পণ্যের যাকাত
(১২১৪) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, দাস, জীব জানোয়ার, কাপড় বা যে কোনো সম্পদ যা ব্যবসায়ের জন্য আবর্তিত হয়, তাতে প্রতি বছর যাকাত আবর্তিত হবে।
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقول: في كل مال يدار في عبيد أو دواب أو بز للتجارة تدار الزكاة فيه كل عام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২১৪ | মুসলিম বাংলা