ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮৯
শাহাদত কামনা করা
(১১৮৯) যাইদ ইবন আসলাম তার পিতা থেকে বর্ণনা করেন, উমার রা. বলেন, 'হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদত প্রদান করবেন এবং আমার মৃত্যু আপনার রাসূল (ﷺ) এর শহরে প্রদান করবেন'।
عن زيد بن أسلم عن أبيه عن عمر رضي الله عنه قال: اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১১৮৯ | মুসলিম বাংলা