আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৬৮
৩১০৫. রূপার আংটি।
৫৪৪৯। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে রূপার একটি আংটি দেখলেন। তারপর লোকেরাও রূপার আংটি তৈরী করে এবং ব্যবহার করে। রাসূলুল্লাহ (ﷺ) পরে তার আংটি পরা পরিহার করেন। এতে লোকেরাও তাদের আংটি পরিহার করে। যুহরীর সূত্রে ইবরাহীম ইবনে সা’দ, যিয়াদ ও শুয়াইব (রাহঃ)ও অনুরূপ বর্ণনা করেছেন।
