ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৬০
কবর দেওয়ার পদ্ধতি এবং এ সময়ের দুআ ও কুরআন পাঠ
(১১৬০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইটি কবরের পাশ দিয়ে গমন করেন। তখন তিনি বলেন, এই দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে।... এরপর তিনি একটি তাজা খেজুরের ডাল নিয়ে ছিড়ে দুইভাগ করেন এবং প্রত্যেক কবরে একটি করে অংশ পুতে দেন। সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এরূপ করলেন কেন? তিনি বলেন, আশা করা যায় যে, এই দুইটি ডাল শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের আযাব হালকা করা হবে।
عن ابن عباس رضي الله عنهما قال: مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال: إنهما ليعذبان... ثم أخذ جريدة رطبة فشقها نصفين فغرز في كل قبر واحدة قالوا يا رسول الله لم فعلت هذا؟ قال لعله يخفف عنهما ما لم ييبسا
