ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫৮
কবর দেওয়ার পদ্ধতি এবং এ সময়ের দুআ ও কুরআন পাঠ
(১১৫৮) দ্বিতীয় হিজরি শতকের তাবি’-তাবিয়ি আব্দুর রহমান ইবনুল আলা' ইবনুল লাজলাজ বলেন, আমার পিতা (দ্বিতীয় হিজরি শতকের তাবিয়ি) আলা ইবনুল লাজলাজ আমাকে বলেন, বেটা, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার জন্য পার্শ্ব-কবর খনন করবে। যখন আমাকে আমার পার্শ্ব কববের মধ্যে রাখবে তখন বলবে, 'আল্লাহর নামে এবং আল্লাহর রাসূলের দ্বীনের উপরে’ । এরপর আমার উপরে ধীরে ধীরে মাটি চাপিয়ে দিবে। এরপর আমার মাথার কাছে সূরা বাকারার প্রথম অংশ ও শেষ অংশ পাঠ করবে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এরূপ বলতে শুনেছি। বাইহাকির বর্ণনায়, 'আমি আব্দুল্লাহ ইবন উমারকে এরূপ করা পছন্দ করতে দেখেছি।
عن عبد الرحمن بن العلاء بن اللجلاج قال قال لي أبي: يا بني إذا مت فالحد لي لحدا فإذا وضعتني في لحدي فقل: بسم الله وعلى ملة رسول الله صلى الله عليه وسلم ثم سن التراب علي سنا ثم اقرأ عند رأسي بفاتحة البقرة وخاتمتها فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذلك. وعند البيهقي فإني رأيت ابن عمر رضي الله عنهما يستحب ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৫৮ | মুসলিম বাংলা