আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৬৬
৩১০৫. রূপার আংটি।
৫৪৪৭। ইউসুফ ইবনে মুসা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের একটি আংটি পরিধান করেন। আংটির মোহর হাতের তালুর ভিতরের দিকে ফিরিয়ে রাখেন। তাতে তিনি مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করিয়েছিলেন। লোকেরাও অনুরূপ আংটি ব্যবহার করতে আরম্ভ করলো। যখন তিনি দেখলেন যে, তারাও অনুরূপ আংটি ব্যবহার করছে, তখন তিনি তা ছুড়ে ফেলে দিলেন এবং বললেনঃ কখনও এটি ব্যবহার করব না। এরপর তিনি একটি রূপার আংটি ব্যবহার করেন। ফলে লোকেরাও রূপার আংটি ব্যবহার আরম্ভ করে। ইবনে উমর (রাযিঃ) বলেনঃ নবী (ﷺ) এর পরে আবু বকর (রাযিঃ), তারপর উমর (রাযিঃ) ও তারপর উসমান (রাযিঃ) তা ব্যবহার করেছেন। শেষে উসমান (রাযিঃ) এর (হাত) থেকে আংটিটি ‘আরীস’ নামক কূপের মধ্যে পড়ে যায়।
