ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫২
রাতে কবর দেওয়া এবং মৃতকে কিবলার দিক থেকে কবরে ঢোকানো
(১১৫২) আবু উমামা রা. বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা উম্মু কুলসুম রা.কে কবরের মধ্যে রাখা হল তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘এই মৃত্তিকা হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং এ থেকে পুনর্বার তোমাদেরকে বের করব'। রাবী বলেন, আমি জানি না, তিনি বললেন কিনা, 'আল্লাহর নামে, এবং আল্লাহর রাস্তায় এবং আল্লাহর রাসূলের দ্বীনের উপরে'।
عن أبي أمامة رضي الله عنه قال: لما وضعت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر قال رسول الله صلى الله عليه وسلم: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال ثم لا أدري أقال: بسم الله وفي سبيل الله وعلى ملة رسول الله أم لا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৫২ | মুসলিম বাংলা