ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২৯
সালাতুল জানাযার জন্য ওযু-পবিত্রতা
(১১২৯) নাফি’ বলেন, আব্দুল্লাহ ইবন উমার রা. বলতেন, কোনো মানুষ ওযু-পবিত্র অবস্থায় ছাড়া জানাযার সালাত আদায় করবে না।
عن نافع أن عبد الله بن عمر رضي الله عنهما كان يقول لا يصلي الرجل على الجنازة إلا وهو طاهر
