ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১১৬
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জানাযার সালাতের প্রথম তাকবীরে তাঁর দুইহাত উঠাতেন, এরপর পুনরায় আর হাত উঠাতেন না।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: كان يرفع يديه على الجنازة في أول تكبيرة ثم لا يعود
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১১৬ | মুসলিম বাংলা