ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১৩
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৩) আবু হুরাইরা রা. বলেন, (ইথিওপিয়ার শাসক) নাজাশি যেদিন মৃত্যুবরণ করেন, সেইদিনেই রাসূলুল্লাহ (ﷺ) তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেন এবং সাহাবিগণকে নিয়ে সালাতের মাঠে চলে যান। সেখানে তিনি তাদেরকে কাতারবদ্ধ করেন এবং তার জন্য চারবার তাকবীর বলেন।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نعى النجاشي في اليوم الذي مات فيه وخرج بهم إلى المصلى فصف بهم وكبر عليه أربع تكبيرات
