ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০২
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১১০২) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, মৃত ব্যক্তিকে কামিস বা জামা পরাতে হবে, ইযার বা খোলা সেলাইবিহীন লুঙ্গি পরাতে হবে এবং তৃতীয় কাপড়ে জড়াতে হবে। যদি একটি কাপড় ছাড়া আর কিছু না থাকে তাহলে একটি কাপড়েই কাফনাবৃত করতে হবে।
عن عبد الله بن عمرو بن العاص أنه قال: الميت يقمص ويؤزر ويلف في الثوب الثالث فإن لم يكن إلا ثوب واحد كفن فيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১০২ | মুসলিম বাংলা