ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৮৪
মৃতকে কিবলামুখি করানো
(১০৮৪) আবু কাতাদা রা. বলেন, যখন বারা' ইবন মা'রূর রা. ইন্তিকাল করেন, তখন তিনি তাকে কিবলামুখি করে দেওয়ার ওসীয়ত করেন । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তিনি প্রকৃতিসম্মত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন।
عن أبي قتادة رضي الله عنه أن البراء بن معرور رضي الله عنه لما رضي توفي أوصى أن يوجه إلى القبلة فقال رسول الله صلى الله عليه وسلم: أصاب الفطرة
