ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭৭
ক্ষমা ও সুস্থতা-নিরাপত্তার মর্যাদা
(১০৭৭) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আল্লাহর নিকট ক্ষমা ও সার্বিক সুস্থতা-নিরাপত্তা প্রার্থনা করবে । কারণ একীন বা দৃঢ়-বিশ্বাসের পরে সুস্থতা-নিরাপত্তার চেয়ে উত্তম কোনো কিছুই কোনো মানুষ লাভ করে নি।
عن أبي بكر الصديق رضي الله عنه مرفوعا: سلوا الله العفو والعافية فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৭৭ | মুসলিম বাংলা