আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৪৩৯
আন্তর্জতিক নং: ৫৮৫৭

পরিচ্ছেদঃ ৩১০০. এক চপ্পলে দু’ফিতা লাগানো, কারও মতে এক ফিতা লাগানোও বৈধ।

৫৪৩৯। হাজ্জাজ ইবনে মিনহাল (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এর চপ্পলে দুটি করে ফিতা ছিল।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন