ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৭৪
দৃষ্টি বা নযর থেকে মুক্তির দুআ
(১০৭৪) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জিনের কু-নযর অতঃপর মানুষদের কু-নযর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। এরপর যখন সূরা ফালাক ও সূরা নাস নাযিল হল তখন তিনি এই দুইটিকে গ্রহণ করলেন এবং অন্যান্য সকল দুআ ত্যাগ করলেন।
عن أبي سعيد رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من عين الجان ثم أعين الإنس فلما نزلت المعوذتان أخذهما وترك ما سوى ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৭৪ | মুসলিম বাংলা