ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৫৬
বিপদাপদের সাওয়াব
(১০৫৬) শাদ্দাদ ইবন আউস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ বলেন, আমার কোনো মুমিন বান্দাকে যদি আমি বিপদ-কষ্টে ফেলি এবং তখন সে আমার দেওয়া বিপদের কারণে আমার প্রশংসা করে তাহলে সে তার শয্যা থেকে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে উঠে। আর মহামহিমাময় প্রভু বলেন, আমি আমার বান্দাকে বেঁধে রেখেছি এবং তাকে বিপদগ্রস্থ করেছি। সে সুস্থ থাকা অবস্থায় তোমরা তার জন্য যে সাওয়াব লিখতে এখনও সেইরূপ সাওয়াব লিখতে থাকো।
عن شداد بن أوس رضي الله عنه مرفوعا: إن الله عز وجل يقول إني إذا ابتليت عبدا من عبادي مؤمنا فحمدني على ما ابتليته فإنه يقوم من مضجعه ذلك كيوم ولدته أمه من الخطايا ويقول الرب عز وجل أنا قيدت عبدي وابتليته وأجروا له كما كنتم تجرون له وهو صحيح
