ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৫
ভীতিকালীন সালাতের পদ্ধতি
(১০৪৫) জাবির রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে গমন করছিলাম। আমরা যখন ‘যাতুর রিকা' নামক স্থানে পৌঁছালাম... তখন সালাতের জন্য আহ্বান করা হল (আযান দেওয়া হল)। তখন রাসূলুল্লাহ (ﷺ) একদল মানুষকে নিয়ে দুই রাকআত সালাত আদায় করলেন। এরপর এই দলটি পিছিয়ে আসল এবং তিনি অপর দলকে নিয়ে দুই রাকআত সালাত আদায় করলেন। এভাবে রাসূলুল্লাহ (ﷺ) চার রাকআত সালাত আদায় করলেন এবং বাকি মানুষেরা দুই রাকআত করে আদায় করেন।
عن جابر رضي الله عنه قال: أقبلنا مع رسول الله صلى الله عليه وسلم حتى إذا كنا بذات الرقاع... فنودي بالصلاة فصلى بطائفة ركعتين ثم تأخروا وصلى بالطائفة الأخرى ركعتين قال: فكانت لرسول الله صلى الله عليه وسلم أربع ركعات وللقوم ركعتان

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, আবু দাউদ সঙ্কলিত বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) থেকে ৬ বা ৭ টি ঘটনায় ১৬ প্রকারে সালাতুল খাওফ বা ভীতিকালীন সালাত আদায়ের পদ্ধতি বর্ণিত হয়েছে। এক্ষেত্রে একটি পদ্ধতি উত্তম বলে গ্রহণ করতে হবে। বাকি পদ্ধতিগুলো জায়িয বলে মনে করতে হবে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন