ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১৮
তাকবীরে তাশরীক
(১০১৮) আলী রা. থেকে বর্ণিত, তিনি আরাফার দিনের (৯ই জিলহাজ্জ) ফজর পর থেকে তাশরীকের শেষ দিনের (১৩ই জিলহাজ্জ) আসরের সালাত পর্যন্ত তাকবীর বলতেন। এবং তিনি আসরের পরে তাকবীর বলতেন ।
عن علي أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر
হাদীসের ব্যাখ্যা:
ইবন আব্দুল বার বলেন, সহীহ হাদীসের মাধ্যমে উমার রা., আলী রা. ও ইবন মাসউদ রা. থেকে প্রমাণিত যে, তারা তিনবার তিনবার করে তাকবীর বলতেন: 'আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
