ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৮১
খুতবা চলাকালে কথা বলা বা সালাত আদায় করা
(৯৮১) সা'লাবা ইবন আবু মালিক কুরাযি বলেন, মিম্বরের উপরে ইমামের বসা সালাত বন্ধ করে দেয় এবং ইমামের কথা (খুতবা শুরু করা) কথা বন্ধ করে দেয় । তিনি বলেন, (জুমুআর দিনে খুতবার জন্য) উমার ইবনুল খাত্তাব রা. যখন মিম্বরের উপরে বসতেন তখন সমবেত মুসল্লীবৃন্দ কথাবার্তা বলতেন, যতক্ষণ না মুয়াযযিন আযান শেষ করে চুপ হয়ে যেত। এরপর যখন উমার রা. মিম্বরের উপরে দাঁড়িয়ে পড়তেন তখন কেউ কোনো কথা বলতেন না, যতক্ষণ না তিনি তার দুইটি খুতবাই শেষ করতেন। উমার রা. যখন মিম্বর থেকে নেমে পড়তেন এবং খুতবা শেষ করতেন তখন তারা কথাবার্তা বলতেন।
عن ثعلبة بن أبي مالك الفرضي أن جلوس الإمام على المنبر يقطع الصلاة وكلامه يقطع الكلام وقال: إنهم كانوا يتحدثون حين يجلس عمر بن الخطاب رضي الله عنه على المنبر حتى يسكت المؤذن فإذا قام عمر رضي الله عنه على المنبر لم يتكلم أحد حتى يقضي خطبتيه كلتيهما ثم إذا نزل عمر رضي الله عنه عن المنبر و قضى خطبتيه تكلموا
tahqiqতাহকীক:তাহকীক চলমান