আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৫৪২৮
আন্তর্জাতিক নং: ৫৮৪৬
৩০৯২. পুরুষের জন্য যাফরানী রংয়ের কাপড় পরিধান নিষিদ্ধ প্রসঙ্গে।
৫৪২৮। মুসাদ্দাদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) পুরুষদের যাফরানী রংয়ের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন।
بَابُ النَّهْيِ عَنِ التَّزَعْفُرِ لِلرِّجَالِ
5846 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ عَبْدِ العَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ»
