ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৫৫
জুমুআর সালাত শহরে, গ্রামে নয়
(৯৫৫) আয়িশা রা. বলেন, মানুষেরা মদীনার উপকণ্ঠের গ্রামগুলোতে** অবস্থিত তাদের বসতবাড়ি থেকে দলে দলে জুমুআর সালাতে উপস্থিত হতেন ।
عن عائشة رضي الله عنها قالت: كان الناس ينتابون الجمعة من منازلهم من العوالي

হাদীসের ব্যাখ্যা:

মদীনার উপকণ্ঠের গ্রামগুলো মদীনা থেকে ৩ থেকে ৬ মাইল দূরবর্তী ছিল। দেখুন: ফাতহুল বারি ২/২৯। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৯৫৫ | মুসলিম বাংলা