ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৪২
মুকীমের পেছনে মুসাফির এবং মুসাফিরের পেছনে মুকীম
(৯৪২) তাবিয়ি মুসা ইবন সালামাহ হুযালি বলেন, আমি ইবন আব্বাস রা.কে প্রশ্ন করলাম, যদি (মুসাফির অবস্থায়) মক্কায় অবস্থানকালে ইমামের সাথে জামাআতে সালাত আদায় না করি তাহলে কয় রাকআত সালাত আদায় করব? তিনি জবাবে বলেন, দুই রাকআত (কসর) পড়বে, এটাই আবুল কাসিম (মহানবী মুহাম্মাদ) (ﷺ) এর সুন্নত।
عن موسى بن سلمة الهذلي قال: سألت ابن عباس رضي الله عنهما كيف أصلي إذا كنت بمكة إذا لم أصل مع الإمام؟ فقال ركعتين سنة أبي القاسم صلى الله عليه وسلم
