ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৪০
মুসাফির কখন সালাত পূর্ণ করবে
(৯৪০) তাবিয়ি হাসান বসরি বলেন, আমরা আব্দুর রহমান ইবন সামুরা রা.র সাথে পারস্যের এক এলাকায় দুইবছর ছিলাম। তিনি সালাত একত্র করতেন না এবং দুই রাকআতের বেশী পড়তেন না।
عن الحسن قال: كنا مع عبد الرحمن بن سمرة رضي الله عنه ببعض بلاد فارس سنتين. فكان لا يجمع ولا يزيد على ركعتين
