ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৩৪
কখন কসর করতে হবে
(৯৩৪) আবু হুরাইরা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা.র সাথে সফর করেছি। তাঁরা সকলেই মদীনা থেকে বের হওয়া থেকে শুরু করে মদীনায় ফিরে আসা পর্যন্ত দুই রাকআত সালাত আদায় করতেন, চলমান অবস্থায় এবং মক্কায় অবস্থানের সময়।
عن أبي هريرة رضي الله عنه قال: سافرت مع رسول الله صلى الله عليه وسلم ومع أبي بكر رضي الله عنه وعمر رضي الله عنه كلهم صلى من حين يخرج من المدينة إلى أن يرجع إليها ركعتين في المسير والمقام بمكة
