ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯০৯
সাজদার জন্য পবিত্রতা ও তাকবীর
(৯০৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কুরআন পাঠ করে শুনাতেন। যখন তিনি সাজদার আয়াত পাঠ করতেন তখন তিনি 'আল্লাহু আকবার' বলতেন এবং সাজদা করতেন এবং আমরা তাঁর সাথে সাজদা করতাম।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: كان يقرأ علينا القرآن فإذا مر بالسجدة كبر وسجد وسجدنا معه
