ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০৪
ইমাম বা মুকতাদি ভুল করলে
(৯০৪) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইমামের পেছনে সালাত আদায়কারীর জন্য কোনো সাহ্ত নেই। যদি ইমাম ভুল করেন তাহলে তার উপর ও তার পেছনে সালাত আদায়কারী মুকতাদিগণকে সাহ্উর সাজদা দিতে হবে। আর যদি মুকতাদি ভুল করে তাহলে তাকে কোনো সাজদাতুস সাহ্উ দিতে হবে না। ইমামই তার জন্য যথেষ্ট।
عن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ليس على من خلف الإمام سهو فإن سها الإمام فعليه وعلى من خلفه السهو وإن سها من خلف الإمام فليس عليه سهو والإمام كافيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৯০৪ | মুসলিম বাংলা