ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯৯
সন্দেহ হলে সঠিক অবস্থা বোঝার চেষ্টা করতে হবে
(৮৯৯) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ তার সালাতের মধ্যে সন্দিহান হয়ে পড়ে তাহলে সে সঠিক অবস্থা মনে করার জন্য চেষ্টা করবে এবং তার উপর ভিত্তি করবে। অতঃপর সে সালাম বলবে এবং তারপর দুইটি সাজদা করবে।
عن عبد الله رضي الله عنه مرفوعا: إذا شك أحدكم في صلاته فليتحر الصواب فليتم عليه ثم ليسلم ثم يسجد سجدتين
