ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯৩
সালাত ভুলে গেলে কীভাবে আদায় করবে
(৮৯৩) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো সালাত ভুলে যায় তাহলে যখন তা স্মরণ হবে তখন সে তা আদায় করবে। এজন্য এছাড়া আর কোনো কাফফারা নেই। (আল্লাহ বলেছেন) 'আমার স্মরণার্থে সালাত কায়িম করো'
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من نسي صلاة فليصل إذا ذكرها لا كفارة لها إلا ذلك (وأقم الصلاة لذكري)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)