ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৬৯
সালাতুল ইসতিখারাহ বা সঠিক সিদ্ধান্ত ও কর্মের তাওফীক প্রার্থনার সালাত
(৮৬৯) আবু বাকর সিদ্দিক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কোনো কাজের ইচ্ছা করলে বলতেন, 'হে আল্লাহ, আপনি আমাকে ভালো কাজের তাওফীক প্রদান করুন এবং আমার জন্য কোন কাজটি উত্তম তা আপনি বেছে দিন।
عن أبي بكر الصديق رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا أراد أمرا قال: اللهم خر لي واختر لي
