আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৩৬
৩০৮৫. পরিধান না করে রেশমী কাপড় কেবল স্পর্শ করা। এ সম্পর্কে যুবায়দী সূত্রে আনাস (রাযিঃ) থেকে নবী (ﷺ) এর হাদীস বর্ণিত আছে।
৫৪১৮। উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ) ......... বারা’ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ) এর জন্য একখানা রেশমী কাপড় হাদিয়া পাঠানো হলো। আমরা তা স্পর্শ করলাম এবং ( তার বৈশিষ্ট্যে) বিস্ময় প্রকাশ করলাম। নবী (ﷺ) বললেনঃ তোমরা এতে বিস্ময় প্রকাশ করছো? আমরা বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ জান্নাতে সা’দ ইবনে মুআযের রুমাল এর চাইতে উত্তম হবে।
