ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৯
সালাতুল ফজরের কুনুত
(৮৩৯) তাবিয়ি শা’বি বলেন, যখন আলী রা. ফজরের সালাতে কুনুত পাঠ করলেন, তখন মানুষেরা আপত্তি করেন। তখন আলী রা. বলেন, আমরা শুধুমাত্র আমাদের শত্রুদের উপর সাহায্য প্রার্থনা করলাম।
عن الشعبي قال: لما قنت علي رضي الله عنه في صلاة الصبح أنكر الناس ذلك فقال علي: إنما استنصرنا على عدونا
হাদীসের ব্যাখ্যা:
মানুষদের আপত্তি থেকে জানা গেল যে, ফজরের কুনুত অপ্রচলিত ছিল এবং তা সর্বদা করণীয় কোনো বিষয় নয় । আলী রা.র উত্তর থেকে জানা গেল যে, বিশেষ বিপদাপদে এই প্রকারের কুনুত পাঠ করা যেতে পারে। (অনুবাদক)
