ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮০৩
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না: মসজিদে হারাম, মসজিদে নববি ও মসজিদে আকসা।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৮০৩ | মুসলিম বাংলা