ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯৩
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৭৯৩) তাবিয়ি আবু আমর শাইবানি বলেন, ইবন মাসউদ রা. রাত্রে মসজিদে ঘোরাফেরা করতেন। মসজিদের মধ্যে কাউকে পেলে তাকে বের করে দিতেন। শুধুমাত্র যদি কেউ সালাতে রত থাকত তাকে বের করতেন না।
عن أبي عمرو الشيباني قال: كان ابن مسعود رضي الله عنه يعس في المسجد فلا يجد سوادا إلا أخرجه إلا مصلياً
