ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৭২
সালাতের মধ্যে সাপ, বিচ্ছু ও উকুন মারা
(৭৭২) উমার রা. থেকে বর্ণিত, তিনি সালাতের মধ্যে উকুন মারতেন, এমনকি তার হাতে উকুনের রক্ত দেখা যেত।
عن عمر رضي الله عنه أنه كان يقتل القملة في الصلاة حتى يظهر دمها على يده
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৭২ | মুসলিম বাংলা