ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৬৪
সালাতের মধ্যে দাড়ি নাড়াচাড়া করা
(৭৬৪) আবু হুরাইরা রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, তিনি দেখেন যে, একব্যক্তি সালাতের মধ্যে নিজের দাড়ি নাড়াচাড়া করছে । তখন তিনি বলেন, এই ব্যক্তির অন্তর যদি ভীত-বিনম্র হত তাহলে এর অঙ্গ-প্রত্যঙ্গও ভীত-বিনম্র ও শান্ত হত ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: رأى رجلا يعبث بلحيته في الصلاة فقال: لو خشع قلب هذا لخشعت جوارحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৬৪ | মুসলিম বাংলা