ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৫৬
সালাতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বা নিতম্বের উপরে বসা
(৭৫৬) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে পায়ের গোড়ালিদ্বয় খাড়া করে তার উপর বসতে এবং নিতম্ব মাটিতে রেখে বসতে নিষেধ করেছেন।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: نهى عن الإقعاء والتورك في الصلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৫৬ | মুসলিম বাংলা