ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৫৪
সালাতের মধ্যে দেহ বা হাত-পা প্রলম্বিত করা
(৭৫৪) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন যে, সালাতের মধ্যে কোনো ব্যক্তি অঙ্গপ্রত্যঙ্গ প্রলম্বিত করবে বা টানটান হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: نهى أن يتمطى الرجل في الصلاة
