ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭০৪
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে ইশারা করা এবং দৃষ্টি বা মুখ ঘুরিয়ে আশেপাশে তাকানো
(৭০৪) খাওয়াত ইবন জুবাইর রা. বলেন, আমি সালাত আদায় করছিলাম, এমতাবস্থায় আমার পেছন থেকে একব্যক্তি বলেন, সংক্ষেপ করো, তোমার কাছে আমাদের প্রয়োজন রয়েছে। তখন আমি মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখি যে তিনি রাসূলুল্লাহ (ﷺ)।
كتاب الصلاة
عن خوات بن جبير رضي الله عنه قال: كنت أصلي فإذا رجل من خلفي يقول: خفف فإن لنا إليك حاجة فالتفت فإذا رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান