আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮১৭
৩০৭৮. কম্বল ও কারুকার্যময় চাঁদর পরিধান করা।
৫৪০১। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তার চাঁদর গায়ে দিয়ে নামায আদায় করলেন। চাঁদরটি ছিল কারুকার্যখচিত। তিনি কারুকার্যের দিকে একবার তাকালেন, তারপর সালাম ফিরিয়ে বললেনঃ এ চাদরটি আবু জাহমের কাছে নিয়ে যাও। কারণ একটু আগে তা আমায় নামায থেকে অন্যমনস্ক করে দিয়েছে। আর আবু জাহমের আম্বিজানিয়্যা (কারুকার্যবিহীন চাদর)-টি আমার জন্য নিয়ে এসো। (যুহরী বলেনঃ) আবু জাহম ইবনে হুযাইফা ইবনে গানিম, তিনি হচ্ছেন আদি ইবনে কা'ব গোত্রের লোক।
