ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৯৬
কথাবার্তা ও তদর্থক ‘বেশী কর্ম’ সালাত নষ্ট করে
(৬৯৬) ইবন মাসউদ রা. বলেন, আমার রাসূলুল্লাহ (ﷺ) কে সালাতে রত থাকা অবস্থায় সালাম প্রদান করতাম এবং তিনি সালামের উত্তর দিতেন। এরপর যখন আমরা নাজাশির নিকট থেকে ফিরে আসলাম তখন তাঁকে সালাম দিলাম, কিন্তু তিনি উত্তর দিলেন না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে সালাম দিতাম এবং আপনি উত্তর দিতেন তিনি বলেন, সালাতের মধ্যে ব্যস্ত থাকার মতো কর্ম রয়েছে।
عن عبد الله رضي الله عنه قال: كنا نسلم على النبي صلى الله عليه وسلم وهو في الصلاة فيرد علينا فلما رجعنا من عند النجاشي سلمنا عليه فلم يرد علينا فقلنا يا رسول الله إنا كنا نسلم عليك فترد علينا قال إن في الصلاة شغلا... إنّ الله يحدث من أمره ما يشاء وإنه قد أحدث من أمره أن لا يتكلم في الصلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান