ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৯৩
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে ওযু বিনষ্ট হলে
(৬৯৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি সালাত আদায়রত অবস্থায় তোমাদের কারো ওযু বিনষ্ট হয়ে যায় তাহলে সে যেন তার নাক চেপে ধরে সালাত ত্যাগ করে চলে যায়।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: إذا صلى أحدكم فأحدث فليمسك على أنفه ثم لينصرف