ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৮১
কিশোরের ইমামতি
(৬৮১) আমর ইবন সালামাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নির্দেশ দেন যে, সালাতের সময় হলে তোমাদের মধ্য থেকে একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশী কুরআন জানে সে ইমামতি করবে। তখন আমার গোত্রের মানুষের খুঁজে দেখল যে, আমার চেয়ে বেশী কুরআন জানা আর কেউ নেই... তখন তারা আমাকেই ইমামতি দান করলেন। তখন আমার বয়স ৬ অথবা ৭ বৎসর।
عن عمرو بن سلمة رضي الله عنه ... فإذا حضرت الصلاة فليؤذن أحدكم وليؤمكم أكثركم قرآنا فنظروا فلم يكن أحد أكثر قرآنا مني... فقدموني بين أيديهم وأنا ابن ست أو سبع سنين

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এই হাদীসের ব্যাখ্যায় ইমাম আহমাদ বলেছেন, এই হাদীসে কোনো উল্লেখ নেই যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদের এই বিষয়টি জানতে পেরেছিলেন। ইতিপূর্বে উল্লিখিত হাদীসে আমরা দেখেছি যে, শিশু-কিশোরগণ শরীআতের বিধি-বিধান থেকে মুক্ত ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৬৮১ | মুসলিম বাংলা