ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৭৯
কিশোরের ইমামতি
(৬৭৯) ইবন আব্বাস রা. বলেন, আমীরুল মুমিনীন উমার রা. আমাদেরকে নিষেধ করেছেন যে, কুরআন কারীম দেখে পড়ে ইমামতি করা হবে। তিনি আরো নিষেধ করেছেন যে, সাবালিগ ছাড়া কেউ আমাদের ইমামতি করবে না ।
عن ابن عباس رضي الله عنه قال: نهانا أمير المؤمنين عمر رضي الله عنه أن يؤم الناس في المصحف ونهانا أن يؤمنا إلا المحتلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান