আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৫৩৯৮
আন্তর্জাতিক নং: ৫৮১৪
৩০৭৭. ডোরাওয়ালা চাদর, কারুকার্যময় ইয়ামানী চাদর ও চাদরের আঁচলের বিবরণ।
৫৩৯৮। আবুল ইয়ামান (রাহঃ) ......... নবী (ﷺ) এর পত্নী আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন ইন্‌তিকাল করেন, তখন ইয়ামানী হিবারা চাঁদর দ্বারা তাঁকে ঢেকে রাখা হয়।
باب الْبُرُودِ وَالْحِبَرَةِ وَالشَّمْلَةِ
5814 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدٍ حِبَرَةٍ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫৩৯৮ | মুসলিম বাংলা